Youngali Story, History, Solution, Picture, Song, Video, Scandels and Romance

Youngali Story, History, Solution, Picture, Song, Video, Romance......any thing for your one friend.

Tuesday, November 10, 2009

সকল ব্লগারের ব্লগের লিংক (বিষয় :ইন্টারনেটে আয় )

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সেই সব ব্লগারদের কাছে যারা এই ব্লগগুলো লিখেছেন। ইমেইল ঠিকানা জানা না থাকায় যাদের কাছ থেকে অনুমতি নিতে পারলাম না।কিন্তু মনে হয় দেশ ও দশের কথা ভেবে তারা কিছু মনে করবেন না।আমার মত অনেক নাদাল ব্লগার আছেন যারা ইন্টারনেট ব্যাবহার করে টাকা আয় করতে চায়।কিন্তু সঠিক তথ্যের অভাবে তার প্রতারিত হয়।হয়ত এই সব ব্লগ থেকে তারা উপকৃত হবে।কেউ যদি একটু উপকৃত হয় তাহলে আমার পরিশ্রম সার্থক বলে মনে করব।


সকল ব্লগারের ব্লগের লিংক (ইন্টারনেটে আয় )

ত্রিভুজ ভাই এর Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন ব্লগগুলো এখানে
Click This Link


ইন্টারনেটে টাকা আয়...যে-কথা বলতে চাই ...
Click This Link

ইন্টারনেট থেকে টাকা আয়। - কুয়াশা এর ...
Click This Link

গুগল এডসেন্স-এ টাকা আয়, আমরা কতটুকু ...
Click This Link

QYAO টিউটোরিয়াল (যে-ভাবে QYAO থেকে টাকা ...
Click This Link

ওয়েবে বিজ্ঞাপন দিন এবং টাকা আয় ...
Click This Link

Mypage5 নতুন সোশাল নেটওয়ার্ক সাইট ও ...
Click This Link

Mypage5 নতুন সোশাল নেটওয়ার্ক সাইট ও ...
Click This Link

ইন্টারেনট থেকে টাকা আয় (২) - কুয়াশা এর ...
Click This Link

ইন্টারনেটে কিভাবে টাকা আয় করা ...
Click This Link

অনলাইনে টাকা আয় - তানজীল ইসলাম এর ...
Click This Link

ইন্টারনেটে টাকা আয়!!!! - পথের সন্ধানে ...
Click This Link


ইন্টারনেটে টাকা আয়!!!! - পথের সন্ধানে ...
Click This Link


ব্লগিং করে টাকা আয় ? আপনার কি মত ...
Click This Link

টাকা আয় করুন ইন্টারনেট থেকে ...
Click This Link


বিজ্ঞাপন দেখে টাকা আয় - প্রশান্ত এর ...
Click This Link
সরকারি সহায়তা পেলে বছরে ৭০ হাজার ...
Click This Link

ডিজিটাল বাংলাদেশ - সরকারি সহায়তা ...
Click This Link

টাকা আয় করুন ঘরে বসেই!! - রমজান এর ...
Click This Link

ঘড়ে বসে টাকা আয় করতে চান ??? - সুচনা ...
Click This Link

বাংলাদেশ থেকে Paypal এর মাধ্যমে মাসে ১০ ...
Click This Link

সারভে করে নেটে টাকা আয় করুন - fahad71 এর ...
Click This Link

টাকা আয় করতে চান একটু ঢু মারুন ...

Click This Link

কম্পিউটার - Internet এ Easiest way তে এবং ...
Click This Link

ঘরে বসে আয় করার উপায় -১ - মোঃ শরিফুল ...
Click This Link

প্রতিমিডিয়া - প্রতিমিডিয়া এর ...
Click This Link

ইনফরমেশন - গুগল এ টাকা আয় (সহজ বুদ্ধি)+
Click This Link

- মিতা রহমান এর বাংলা ব্লগ ...
- Click This Link

সোশাল ব্লগিং এ টাকা কামানো ...
Click This Link/28823428


অনলাইনে টাকা আয়ের ১০০% গ্রহন যোগ্য ...
Click This Link


টাকা ও মনের বিপ্রতীপ অবস্থান ...
Click This Link
অনলাইন এর মাধ্যমে আয় - মনিং_ষ্টার এর ...
Click This Link


ইন্টারনেট এর মাধমে টাকা আয় - নাসির ...
http://www.somewhereinblog.net/blog/nasirsajib


ফাইল আপলোড করে আয় - তানজীল ইসলাম এর ...
Click This Link

সাহায্য চাই। কিভাবে ALERT PAY তে আয় করা ...
Click This Link

অনলাইনে আয় রোজগার - ০০৭৭৭৭৭ এর ...
Click This Link

- নীল আকাশ এর বাংলা ব্লগ ...
- http://www.somewhereinblog.net/blog/debobrata

- হিমেল আহমেদ। এর বাংলা ব্লগ ...

- http://www.somewhereinblog.net/blog/himel272


অনলাইনে আয় - প্রিয়জন এর বাংলা ব্লগ ...
Click This Link

আয় করুন সার্ভের মাধ্যমে - জিললু এর ...
Click This Link


টাকা ইনকাম কি এতই সহজ!!!!!!!! - মিশু ...
Click This Link


অনলাইনে ঘরে বসে আয় করুন : এটা রি ...
Click This Link

এডব্রাইট থেকে আয় করুন গুগলের থেকেও ...
Click This Link

অনলাইনে আয় করুন ৳২০০০ - ৳৬৯০০ টাকা ...
Click This Link

ইন্টারনেটে আয়। - জাহাঙ্গীর ...
Click This Link


টাকা পয়সার গল্প - শওকত হোসেন মাসুম ...
Click This Link

বাংলায় গান গাই, বাংলার গান গাইhttp
Click This Link

ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে টাকা ...
Click This Link

একটি ভুয়া পোস্ট BY ব্লগার "কুয়াশা ...
Click This Link

Google Adsense. সাহায্য চাই । জরুরী !!!! - এস ...

Click This Link

ফ্রি ওয়েবসাইট আর অনলাইনে টাকা ...
Click This Link




কারো লেখা যদি বাদ পড়ে থাকে দয়া করে লিংক দিলে add করে দেব

আয় করুন Google Adsense এ

আপনার যদি ওয়েব সাইট থাকে এবং সাইটি যদি জনপ্রিয় হয় তাহলে আপনি Google Adsense এর মাধ্যমে সাইটটি থেকে বাড়তি কিছু টাকা আয় করতে পারেন ।

যা যা দরকার:
০১। আপনার একটি Google Account. Google Account না থাকলে এইখানে ক্লিক করুন

০২। একটি ওয়েব সাইট। ওয়েব সাইট না থাকলে Google Account দিয়ে এইখানে ব্লগ খুলতে পারেন । ক্লিক করুন

০৩। এইবার Google Adsense এ Account খুলুন । লিংক এ যান, Sign Up Now এ ক্লিক করে সঠিক ভাবে ফরম পুরন করুন । এই একাউন্টটি Active হতে ৩-৭ দিন সময় লাগে ।

০৪। একাউন্ট Active হবার পর আপনি লিংক এ লগইন করে আপনি Google Add আপনার ওয়েব সাইটে বসাতে পারবেন।

তারপর যত বেশী ওয়েব সাইট ব্রাউজ হবে আপনার আয় তত বেশী।

Google আপনার নামে Check এর মাধ্যমে টাকা পরিশোধ করে।

বিস্তারিত : http://www.google.com/adsense

IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!

IP মানে ইন্টারনেট প্রটোকল,এটি একটি উনিক নাম্বার ,যা ইন্টারনেট ব্যাবহারকারির স্বতন্ত্র পরিচয় প্রদান করে।এটা নিয়ে কম বেশি সবাই আমারা জানি।
ইন্টারনেটের অপব্যাবহার কারীকে খুজে পেতে এই IP ব্যবহার করা হয়।
তাছাড়া নানা সামাজিক সাইট গুলোতে ইউজারদের এই IP ব্যান করে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।
এই IP দিয়ে আপনি নিজেও যে কারো অবস্থান খুজে বের করতে পারবেন।
whatismyipaddress.com
এই সাইটে আপনি whats my ip এই লিঙ্কে কাংখিত ip লিখে তার জিওগ্রফিকাল অবস্থান বেড় করতে পারবেন।পারবেন নিজের টাও।


***
অন্যের IP বের করে তাকেও খুজে পেতে পারেন!!
ধরুন আপনাকে কেও EMAIL করল,তো সব ইমেইলে হেডার নামে একটা অংশ,তা copy করে trace email লিংক ব্যবহার করে খুজে পেতে পারেন ইমেইল কারীকে!!


****
কোন সাইট আপনাকে ব্যান করে দিলে তাও থামাতে পারেন!!!!IP সহ ব্যান করে দিলে IP বদলেও নিতে পারেন!!!!change my ip!!
বিস্তারিত এখানে বলে ব্লগ বড় করলাম না।


ip নিয়ে যত সব তার সবই পাবেন এইখানে।আশা করি সবার কাজে আসবে।
তবে দয়া করে IP এর অপব্যবহার করবেন না।কারন নিয়ন্ত্রের এটাই শেষ উপায় না কিন্তু!

বাংলা বানান পরীক্ষক ১.৩.১


বছর খানেক আগে "বাংলা বানান পরীক্ষক" নামে একটা স্পেল চেকার তৈরী করেছিলাম। যা অনেকের কাছেই ভাল লেগেছিল। চাকরীর ব্যাস্ততার কারণে ওটাতে আর হাত দেওয়া হয়নি। অনেক দিন পর কিছু পরিবর্তন আনলাম "বাংলা বানান পরীক্ষক" এ। এর মধ্যে প্রধান পরিবর্তন হল এখন থেকে বিজয়, ইউনিজয়, সামহোয়্যার-ইন ফোনেটিক ও অভ্র ফোনেটিক যে কোন কিবোর্ড লেআউট ব্যবহার করে আপনারা বাংলা বানান চেক করতে পারবেন।

ডাউনলোড করুন এই লিংক থেকে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধের গল্পে খলনায়ক ভারত

বাংলাদেশ মুক্তিযুদ্ধের গল্পে খলনায়ক ভারত


ইয়াহিয়া খান-জুলফিকার আলি ভুট্টোর অগণতান্ত্রিক আগ্রাসী আচরণ নয় । নয় বাংলাদেশজুড়ে নিয়াজী-ফরমান আলিদের খান সেনার ভয়াবহ নরসংহার যজ্ঞ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পিছনে ছিল নয়াদিল্লির ভেদনীতি ।
না !!!
কোনো কষ্ট কল্পনা নয়, নিজের যন্ত্রস্হ উপন্যাস '' ইন্ডিয়া ডকট্রিন '' -এ ঠিক এভাবেই ১৯৭১ সালের মুক্তি সংগ্রামকে বর্ণনা করেছেন বাংলাদেশের আইনজীবী লেখক এম বি আই মুন্সি। বেমালুম চেপে গেছেন রাজাকার আলবদর বাহিনীর অবর্ণনীয় হত্যালীলা কিংবা পাক জেলে বন্দি বঙ্গবন্ধুর উপর অত্যাচারের কথা। তাঁর অভিযোগ, ইন্দিরা গান্ধির নিপুণ ষড়যন্ত্রের বলি হয়েছিল রাওয়ালপিণ্ডি। সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই কূটনৈতিক মহলে উত্তজনা। যার পরিণতিতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক অবনতি। আশঙ্কা রাজনৈতিক মহলে।

এই অবস্থায় বিতর্ক এড়াতে নাকি এম বি আই মুন্সি পুরো দায় চাপিয়েছেন ঢাকাস্থিত পাক দূতাবাসের ঘাড়ে। তাঁর অভিযোগ, উপন্যাসের পাণ্ডুলিপিটি আরও তথ্যবহুল করার উদ্দেশ্যে তিনি পাক হাই কমিশনে পাঠিয়েছিলেন। সেখানে আই এস আই-এর নির্দেশে পাকিস্তানি লেখক আহমেদ কুরেশি ও ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) ওসমান খালিদ তাতে নানা বিকৃত তথ্য সন্নিবেশ করেন। শুধু তাই নয়, বইটির শেষ অধ্যায়ে ভবিষ্যতে ফের পাকিস্তান-বাংলাদেশ এক হয়ে যাবে বলে তাঁর মন্তব্য হিসাবে যা ছাপা হয়েছে তা সম্পূর্ণভাবে আই এস আই-এর দূরভিসন্ধি বলে অভিযোগ ইসলামাবাদ ঘনিষ্ঠ এই লেখকের।

( ভারতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত )

হাসন রাজার সংক্ষিপ্ত জীবনী ও হাসন রাজা যাদুঘরে রক্ষিত জিনিষ পত্রের কিছু ছবি



সুনামগঞ্জে এসেছি এক বছর পার হয়ে গেল। ইচ্ছা ছিল হাসন রাজা সম্পর্কে একটা পোষ্ট দিব। তাঁর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এখানে আসার পর। তাঁর সংক্ষিপ্ত জীবনী ও হাসন রাজা যাদুঘরের কিছু ছবি সবার সাথে শেয়ার করলাম। (পোষ্টটি অনেক বড় হওয়ায় লোড হতে কিছু সময় নিতে পারে)

নামঃ দেওয়ান হাসন রাজা চৌধুরী

ডাক নামঃ হাসন রাজা

জন্ম তারিখঃ ৭ পৌষ ১২৬১ বাংলা (২১ ডিসেম্বর ১৮৫৪ খ্রিষ্টাব্দ)

উচ্চতাঃ ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)

জন্মস্থান/বসবাসঃ তেঘরিয়া (লক্ষণশ্রী), সুনামগঞ্জ (বৃহত্তর সিলেট)

পৈত্রিক বাড়িঃ রামপাশা, বিশ্বনাথ, সিলেট

মায়ের বাড়ি (নানার বাড়ি)ঃ খালিয়াজুড়ি, নেত্রকোনা (বৃহত্তর ময়মনসিংহ)

পিতাঃ দেওয়ান আলী রাজা চৌধুরী (১২০৭-১২৭৬ বঙ্গাব্দ) (১৮০০-১৮৬৯ খ্রিঃ)

মাতাঃ মোসাম্মত হুরমত জান বিবি (১২৩৫-১৩১০ বঙ্গাব্দ) (১৯২৮-১৯০৩ খ্রিঃ)

ভাইঃ দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী (১৮৩২-১৮৬৯), দেওয়ান মোজাফ্ফর রাজা চৌধুরী (১৮৫২-১৮৭৯)

বোনঃ সহিফা বানু (১৮৫০-১৯১৭)

শখঃ গান রচনা ও গানের আসর জমানো, গায়কি দল নিয়ে নৌকা ভ্রমণ, নৌকা বাইচ, ঘোড় দৌড়, কোড়া ও অন্যান্য পাখি শিকার ও পালন, হাতির সোয়ারী হওয়া এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। হাসন রাজার আর এক মজার শখ ছিল ছোট ছোট ছেলেমেয়েদের জড়ো করে রুপোর টাকা ছড়িয়ে দেওয়া। বাচ্চারা যখন হুটোপুটি করে কুড়িয়ে নিত তা দেখে তিনি খুব মজা পেতেন।

পড়াশুনাঃ বংশের নিয়মানুসারে তিনি প্রথমে আরবী এবং পরে বাংলা ভাষায় পাঠ শুরু করেন। হাসন রাজা যে যুগে জন্মেছিলেন সে যুগে মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার তত প্রচলন না থাকায় বিদ্যালয়ের পড়াশুনায় তিনি বেশিদুর অগ্রসর হতে পারেন নি। নিজে আধুনিক শিক্ষায় বেশি অগ্রসর হতে না পারলেও শিক্ষা প্রসারে তিনি উদার হাতে সাহায্য-সহযোগিতা প্রদান করতেন। সুনামগঞ্জের প্রধান ক’টি শীর্ষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকল্পে তাঁর অফুরন্ত দান ছিল। এর মধ্যে সুনামগঞ্জ জুবিলী হাই স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য জায়গা প্রদান উল্লেখযোগ্য।

হাসন রাজার শারীরিক ধরণঃ হাসন রাজা সত্যিকার অর্থে সুপুরুষ ছিলেন। তাঁর উচু দেহ, দীর্ঘ বাহু, ধারালো নাক এবং কোকড়ানো চুল প্রাচীন আর্যদের চেহারা স্মরণ করিয়ে দেয়।

হাসন রাজার পোষাকের ধরণঃ সামগ্রিক ভাবে তাঁর পোষাক-পরিচ্ছদে ছিল আভিজ্যাত্যের পরিচয়। তিনি মখমলের চোগা, চাপকান ও জরির পাগড়ি ছাড়া বাইরে বের হতেন না। তাছাড়া লুঙ্গির মতো করে পেচিয়ে ধুতি ও হাতাওয়ালা গেঞ্জি নিয়মিত পরতেন।

জমিদারিত্ব গ্রহণঃ ১২৭৬ বাংলা (১৮৬৯ খ্রিঃ) ১৫ বছর বয়সে যে বছরে হাসন রাজার বড় ভাই ও বাবা পরলোক গমন করেন।

হাসন রাজার প্রথম রচিত বইঃ সৌখিন বাহার, রচনা কালঃ ১৮৬৫-১৮৬৯ খ্রিঃ), প্রকাশ কালঃ ১৯৩১ (প্রথম ছেলে গণিউর রাজা কর্তৃক)
হাসন রাজার দ্বিতীয় রচিত বইঃ হাসন বাহার, রচনা কালঃ ১৮৭২-১৯১৪ খ্রিঃ, প্রথম প্রকাশঃ ১৯০৭ (হাসন রাজা কর্তৃক), দ্বিতীয় প্রকাশঃ ১৯২৪ খ্রিঃ, হাসন রাজার ছেলে খান বাহাদুর দওয়ান গণিউর রাজা কর্তৃক।

গানের সংখ্যাঃ ৫৫৩। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশী।

জমিদারি এলাকাঃ সিলেট ও সুনামগঞ্জ উল্লেখযোগ্য পরগণা। (পরগণা= এখনকার তিন থেকে চারটি ইউনিয়নের সমান প্রায়)। লক্ষণশ্রী (বর্তমান সুনামগঞ্জ শহরে ও আশেপাশের কয়েকটি এলাকা), মহারাম, অচিন্ত-পুর, লাউড়, পাগলা, পলাশ, বেতাল, চামতলা, কৌড়িয়া, কুরুয়া ইত্যাদি পরগণা। দেওয়ান মোহাম্মদ আজরফের মতে তিনি প্রায় ৫ লক্ষ ২৭ হাজার বিঘা জুড়ে জমির অধিকারী ছিলেন।

জীবনের উল্লেখযোগ্য ঘটনাঃ ১৫ বছর বয়সে হাসন রাজা উনার বড় ভাই ও বাবাকে হারান যে বছরে তাঁরা দুজনই ৪০ দিনের ব্যবধানে ইহলোক ত্যাগ করেন। সেই সময় থেকেই উনার আধ্যাত্মিক সাধনা ও চিন্তাধারার সুত্রপাত ঘটে এবং সেই সাথে মরমী গান লেখার শুরু। ১৮৯৭ সালে আসাম ও সিলেট জুড়ে এক বিরাট ভূমিকম্পের আবির্ভাব ঘটে। অত্র এলাকায় এর ধ্বংশলীলার ব্যাপকতার রেকর্ড এ পর্যন্ত ছাড়িয়ে যায়নি। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৮।

হাসন দর্শন সম্পর্কে রবীন্দ্রনাথঃ “পূর্ব বাংলার এই গ্রাম্য কবির মাঝে এমন একটি গভীর তত্ত্ব খুঁজে পাইঃ ব্যক্তি স্বরূপের সাথে সম্মন্ধ সূত্রে বিশ্ব সত্য।”

স্ত্রীঃ আজিজা বানু, বোরজান বিবি, সাজেদা বানু, জোবেদা খাতুন, লবজান চৌধুরী।

পুত্রঃ খান বাহাদুর দেওয়ান গণিউর রাজা চৌধুরী (১২৮৩-১৩৩৯ বাংলা), দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী (১২৮৫-১৩৫১ বাংলা), খান বাহাদুর দেওয়ান একলিমুর রাজা চৌধুরী (১২৯৬-১৩৭১ বাংলা) দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী (১৩০৩-১৩৬২ বাংলা)

কন্যাঃ রওশন হুসেইন বানু, রওসন হাসান বানু, আলী হুসেইন বানু, রওশন আখতার বানু।

মৃত্যু তারিখঃ ২২ অগ্রহায়ণ ১৩২৯ বাংলা, (৬ ডিসেম্বর ১৯২২ খ্রিঃ)

কবরস্থানঃ লক্ষণশ্রী, সুনামগঞ্জ (মায়ের কবরের পাশে, যে কবরখানা মৃত্যুর পুর্বেই নিজে প্রস্তুত করেন। )

হাসন রাজা যাদুঘরে রক্ষিত কিছু জিনিষ-পত্রের ছবি।


হাসন রাজার বাড়ি

হাসন রাজা যাদুঘরের প্রবেশ পথ

হাসন রাজা যাদু ঘরের ভেতরে

হাসন রাজার নিজের ব্যবহৃত কাঠের খড়ম

হাসন রাজার স্ত্রী লবজান চৌধুরীর ব্যবহৃত খড়ম

হাসন রাজার নিজের ব্যবহৃত চেয়ার-টেবিল

হাসন রাজার দুই পুরুষ আগে এই হুক্কাটি মক্কা শরীফ থেকে আনা হয়েছিল

হাসন রাজার পরিবারে ব্যবহৃত দুটি পিতলের কলসি

হাসন রাজার ব্যবহৃত লাঠি

হাসন রাজার ব্যবহৃত লাঠি

হাসন রাজার পারিবারিক তলোয়ার

হাসন রাজার ব্যবহৃত ঢোল

হাসন রাজার নিজের হাতে লেখা গান

হাসন রাজার নিজের ব্যবহৃত পোষাক

হাসন রাজার চায়ের টেবিলের একাংশ

হাসন রাজার নায়েব কর্তৃক ব্যবহৃত ক্যাশ বাক্স

হাসন রাজার পরিবারের পিতলের গ্লাস ও মোমদানি

হাসন রাজার কালের ছোট্ট একটি ফুলদানি

সিয়াটি(স্থানীয় নাম) হাসন রাজার সময়কার

দুধ দোহনের পাত্র

দুধ দোহনের পাত্র

হাসন রাজার পিকদানি

হাসন রাজার জমিদারি স্টেটাধীন মৌজা ম্যাপ রাখার বাক্স

হাসন রাজার পরিবারের ধান মাপার জন্য ব্যবহৃত বাটকারা

হাসন রাজার পরিবারে ব্যবহৃত দুটি বদনা

হাসন রাজার ঘরে ব্যবহৃত তামার ডেগ

হাসন রাজার পৌত্র দেওয়ান আনোয়ার রাজা কর্তৃক ব্যবহৃত গ্রামোফোন

হাসন রাজার গানের আসরের সাথী দিলারামের ব্যবহৃত পিড়ি

হাসন রাজার কনিষ্ঠ পুত্র দেওয়ান আফতাবুর রাজার ব্যবহৃত ঘড়ি

হাসন রাজার ইংরেজ নায়েব উইলিয়াম লিটল বাৎসরিক ছুটি কাটিয়ে ফেরার পথে তাঁর জন্য এই পানির ফিল্টার টি আনেন

হাসন রাজার প্রতিকৃতি

এছাড়াও হাসন রাজা যাদুঘরে আরও অনেক মুল্যবান জিনিষ-পত্র ও ছবি সংরক্ষিত রয়েছে, সুযোগ পেলে দেখার আমন্ত্রণ রইলো।




হাসন রাজা সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এইখানে।


তথ্যঃ হাসন রাজা যাদুঘর থেকে সংগৃহীত,
ছবি- নিজের তোলা।

পৃথিবীর সবচেয়ে (সাইজে) ছোট নবজাতক

রিসেন্টলী আমি একটা ফোরাম ভিসিট করলাম।

সেখানে আমি কয়েকটি ছবি দেখলাম। যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারছিনা।

দেখে নিন। আর বিনামূল্যে অবাক হোন

১. ডাক্তারের হাতে বাচ্চাটা।


২. একটি কলমের পাশে বাচ্চাটিকে রাখা হয়েছে।


৩. বাচ্চাটির পা লক্ষ্য করুন।

Labels:

নেটে লাইভ দেখতাছি দেশটিভি

জোকস পড়ুন জোকস করুন জোকস বলুন । স্বাস্থ্য ভাল থাকবে।

এক বালক স্কুল থেকে শিখেছে প্রত্যেকটি প্রাপ্ত বয়স্ক মানুষরেই একটা গোপন সত্য থাকে যা প্রকাশ পাওয়ার ভয়ে সে সব সময় ভীত থাকে। বালক বাসায় এসে প্রথমেই তার মার উপর এটা প্রয়োগ করল । মাকে বলল , মা আমি কিন্তু আসল সত্য জেনে ফেলেছি। মা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ছেলের হাতে ১০০ টাকা দিয়ে বলল, এই নাও তোমার বাবাকে বলনা যেন।
বালক উৎসাহ পেয়ে গেল । তার বাবা অফিস থেকে ফিরলে তাকেও বলল, বাবা আমি কিন্তু আসল সত্যটা জেনে ফেলেছি । বাবা সঙ্গে সঙ্গে তার হাতে ৫০০ টাকার একটা নোট দিয়ে বলল, এই নাও তোমার মাকে সত্যটা বলনা যেন।
পরের দিন সকাল বেলা বালকদের বাসার বেল বাজলে বালক দরজা খুলে দেখে ডাক পিয়ন চিঠি নিয়ে দাড়িয়ে আছে। বালক তাকেও বলল। পিয়র আঙ্কেল আমি কিন্তু আসল সত্যটা জেনে ফেলেছি। ডাক পিয়ন তখন চিঠির ব্যাগ ফেলে দিয়ে বালকের দিকে হাত বাড়িয়ে বলল:
আসল সত্যটা যেহেতু জেনেই ফেলেছিস বাবা আয় তবে তোর আসল বাপের কোলে আয় ।

ভাল লাগলে আরও একটা জোক পড়তে পারেন।

Click This Link

কিছু অদ্ভুত ছবির কালেকশন..........

ভাল লাগার মত কিছু অদ্ভুত ছবি নেট থেকে পেলাম, তাই শেয়ার না করে পারলাম না।