Youngali Story, History, Solution, Picture, Song, Video, Scandels and Romance

Youngali Story, History, Solution, Picture, Song, Video, Romance......any thing for your one friend.

Monday, January 05, 2015

ব্লগিং শুরু করতে কেন ব্লগস্পট কে বেছে নিবেন

যারা নতুন ব্লগ শুরু করতে চান তাদের অনেকের মনেই প্রশ্ন থাকে ব্লগস্পট ব্লগ থেকে টাকা ইঙ্কাম করা যায় কিনা। পোষ্ট পড়ুন আশা করি উত্তর পেয়ে যাবেন আর ব্লগিং শুরু করতে পারবেন। ইন্টারনেট এ একটু সার্চ করলে অবাক হয়ে যাবেন, কারন প্রতিদিন হাজারের উপরে নতুন ব্লগ রেজিস্ত্রেশন হচ্ছে।

বাংলাদেশের বেসির ভাগ ইন্টারনেট ব্যাবহার কারী বিষেসজ্ঞ আছেন যারা আপনাকে ব্লগস্পট ব্যাতিত অন্য ডোমেইন এর কথা বলবে। তাদের মতে ব্লগস্পট ফ্রি হওয়াতে নাকি ইঙ্কাম কম অথবা না হওয়ার সম্ভাবনা থাকে। আবার বলে থাকেন গুগল এডসেন্স এ নাকি সমস্যা হয় ফ্রি ব্লগস্পট ব্যাবহার করলে। তাহলে নিচের প্রশ্ন গুলোর উত্তর কি হবে ?

ব্লগাররা তাহলে ব্লগস্পট ব্যবহার করেন কেন?
--প্রথমে বলতে হয় এটা ফ্রি।
--ব্লগস্পট খুব দ্রুত ইনডেক্স হয়।
--anti-spam and anti-hacking.
--সয়ং গুগল দ্বারা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ করে।
--প্রোগ্রামিং জানার কোন দরকার নাই।
--ব্লগার এর ইন বিল্ট ডিজাইনারের মাধ্যমে খুব সহজেই কাস্টমাইজ করতে পারেন আপনার টেমপ্লেট।
--আপনি নিজস্ব ডোমেইন ব্যাবহার করতে পারেন।
--আর সর্বপরি ব্লগার হচ্ছে নতুন ব্লগার দের জন্য স্বর্গ স্বরুপ।

ব্লগ প্রতিদিন আপডেট করে কেন?
--ব্লগাররা ব্লগের ভিজিটর পায় এবং আরো চায়।
--If you don't update your blog, traffic dies down in the long run
--Bloggers make money, এবং এটাই অন্যতম কারন।

ব্লগস্পট ব্লগে তাহলে এড দেখায় কেন?
--কারন এসব ব্লগে ভিজিটর আছে।
--হাজার হাজার ব্লগস্পট ব্লগ আছে যেখানে গুগল এডসেন্স এর এড আছে। তবে মনে রাখবেন ব্লগ টি বাংলায় হলে গুগল এডসেন্স পাবেন না। তবে অন্য অনেক আছে সেগুলি ব্যাবহার করতে পারবেন।

গুগল এর সার্চ এ ব্লগস্পট ব্লগ দেখা যায় কেন?
--গুগল এর নতুন পেঙ্গুইন আপডেট এর পরে ব্লগস্পট সার্চ রেজাল্ট এ অনেক এগিয়ে গেছে, কারন ব্লগস্পটে কুয়ালিটি কন্টেন্ট আছে। আমার মনে হয় ব্লগিং শুরু করতে পারেন মনের আনন্দে।

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home