জোকস পড়ুন জোকস করুন জোকস বলুন । স্বাস্থ্য ভাল থাকবে।
এক বালক স্কুল থেকে শিখেছে প্রত্যেকটি প্রাপ্ত বয়স্ক মানুষরেই একটা গোপন সত্য থাকে যা প্রকাশ পাওয়ার ভয়ে সে সব সময় ভীত থাকে। বালক বাসায় এসে প্রথমেই তার মার উপর এটা প্রয়োগ করল । মাকে বলল , মা আমি কিন্তু আসল সত্য জেনে ফেলেছি। মা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ছেলের হাতে ১০০ টাকা দিয়ে বলল, এই নাও তোমার বাবাকে বলনা যেন।
বালক উৎসাহ পেয়ে গেল । তার বাবা অফিস থেকে ফিরলে তাকেও বলল, বাবা আমি কিন্তু আসল সত্যটা জেনে ফেলেছি । বাবা সঙ্গে সঙ্গে তার হাতে ৫০০ টাকার একটা নোট দিয়ে বলল, এই নাও তোমার মাকে সত্যটা বলনা যেন।
পরের দিন সকাল বেলা বালকদের বাসার বেল বাজলে বালক দরজা খুলে দেখে ডাক পিয়ন চিঠি নিয়ে দাড়িয়ে আছে। বালক তাকেও বলল। পিয়র আঙ্কেল আমি কিন্তু আসল সত্যটা জেনে ফেলেছি। ডাক পিয়ন তখন চিঠির ব্যাগ ফেলে দিয়ে বালকের দিকে হাত বাড়িয়ে বলল:
আসল সত্যটা যেহেতু জেনেই ফেলেছিস বাবা আয় তবে তোর আসল বাপের কোলে আয় ।
ভাল লাগলে আরও একটা জোক পড়তে পারেন।
Click This Link
বালক উৎসাহ পেয়ে গেল । তার বাবা অফিস থেকে ফিরলে তাকেও বলল, বাবা আমি কিন্তু আসল সত্যটা জেনে ফেলেছি । বাবা সঙ্গে সঙ্গে তার হাতে ৫০০ টাকার একটা নোট দিয়ে বলল, এই নাও তোমার মাকে সত্যটা বলনা যেন।
পরের দিন সকাল বেলা বালকদের বাসার বেল বাজলে বালক দরজা খুলে দেখে ডাক পিয়ন চিঠি নিয়ে দাড়িয়ে আছে। বালক তাকেও বলল। পিয়র আঙ্কেল আমি কিন্তু আসল সত্যটা জেনে ফেলেছি। ডাক পিয়ন তখন চিঠির ব্যাগ ফেলে দিয়ে বালকের দিকে হাত বাড়িয়ে বলল:
আসল সত্যটা যেহেতু জেনেই ফেলেছিস বাবা আয় তবে তোর আসল বাপের কোলে আয় ।
ভাল লাগলে আরও একটা জোক পড়তে পারেন।
Click This Link
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home