Youngali Story, History, Solution, Picture, Song, Video, Scandels and Romance

Youngali Story, History, Solution, Picture, Song, Video, Romance......any thing for your one friend.

Tuesday, November 10, 2009

মওদূদীনামা : একাত্তরের আগে ও তখন

একাত্তরের আগে:

এক ব্লগারের মওদুদী নামা পইরা ভীষণ ভক্ত হইয়া পড়ছিলাম। আশা করি আপনাদের অনেকেই হইছে। তো লোকটারে পাক সরকার ১৯৫৩ সালের ১১ মে এক সামরিক ট্রাইবুনালে দাঙ্গার চক্রান্তকারী হিসেবে মৃত্যুদন্ড দেয়। যদিও তা বাস্তবায়ন হয় নাই। সহি সালামতে অনেক বছর বাচছেন তিনি। তো মৃত্যুদন্ড ঘোষণার পরপরই আমেরিকান সরকারী গোয়েন্দা সংস্থার কাছে পাকিস্তান থাইকা যে রিপোর্টটা গেছিল তা তুইলা দিলাম। ক্লাসিফাইড এই রকম অনেক ডকুমেন্ট ডিক্লাসিফাইড হইতাছে, যা আমাদের মতো সাধারণ মানুষের হাতে পইরা চিন্তাভাবনার নতুন দিগন্ত খুইলা দিতাছে।
পইড়া আবার ভাইবেন না, মওদুদী মার্কিন সরকারের হেট লিস্টে ছিল। বরং তার এই ক্যারেক্টার সার্টিফিকেট দেইখাই তারে রিক্রুট করছিল সিআইএ। উপমহাদেশে এমন পাওয়ারফুল একজনরে দরকার ছিল তাদের। সার্টিফিকেটের সারবেত্তা- মওদুদী : দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন পাকিস্তান। আহা, এর চেয়ে দারুণ ক্রাইটেরিয়া আর কী হইতে পারে!
আর তার চামুন্ডারাও যে কম ডেঞ্জারাস ছিলো না তার প্রমাণও আমরা অনেক পাইছি। নীচে দেখেন মুক্তিযুদ্ধের সময় মওদূদীর উস্কানি আর গনহত্যা জায়েজের পক্ষে ওকালতি

একাত্তরে:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home