Youngali Story, History, Solution, Picture, Song, Video, Scandels and Romance

Youngali Story, History, Solution, Picture, Song, Video, Romance......any thing for your one friend.

Tuesday, November 10, 2009

গুগলের বই ডাউনলোড

ইন্টারনেটে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সেরা সুবিধাগুলোর মধ্যে একটি হচ্ছে গুগল বুক সার্চ। ২০০৪ সালের শেষ নাগাদ শুরু হওয়া এই প্রকল্পটি গুগল প্রিন্ট নামেও পরিচিত ছিল। http://books.google.com প্রকল্পটির মূল ঠিকানা হলেও www.google.com ঠিকানার ওয়েবসাইটে কোনো বই খুঁজলে ফলাফলের প্রথম তিনটি এখান থেকে দেখানো হয়। ২০০৭ সাল পর্যন্ত গুগল প্রায় ১০ লাখ বই স্ক্যান করেছে। এ ছাড়া বই খোঁজার সুবিধাটির মাধ্যমে গুগলের ২০ হাজার প্রকাশনা অংশীদারের স্ক্যান করা বইও খুঁজে পাওয়া যাবে। কিন্তু অন্যান্য প্রকাশকের অতিরিক্ত ৭০ লাখ বইয়ের সবগুলো বিনামূল্যে পড়া যাবে না। গুগলের ১০ লাখ এবং বিভিন্ন গ্রন্থাগার থেকে সংগ্রহ করা গণ ডোমেইনে চলে যাওয়া আরও ১০ লাখ বই পুরোপুরিভাবে দেখা যাবে বা নিজের কম্পিউটারে সংগ্রহ করে (ডাউনলোড) রাখা যাবে।
গুগল বুক ডাউনলোডার নামে একটি সফটওয়্যার দিয়ে গুগলের এই বইগুলোর পিডিএফ সংস্করণ ইন্টারনেট থেকে সংগ্রহ করা যাবে।
সফটওয়্যারটির ব্যবহার-পদ্ধতিও সহজ। Google Book Search ব্যবহার করে কোনো বই খুলতে হবে ওয়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার), তারপর সেই বইটির ঠিকানা কপি করে ডাউনলোড তালিকায় যুক্ত করতে হবে। যদি কোনো ক্ষেত্রে এটি কাজ না করে তবে ব্রাউজারে বইটির ওপরের ডানে Link নামে একটি বাটন থাকবে, সেখান থেকে বইটির ওয়েব ঠিকানা কপি করেও কাজ করা যাবে। এমনকি সফটওয়্যারটি দিয়ে বইয়ের আইএসবিএন নম্বর অনুযায়ী ডাউনলোড করা যাবে। গুগল বুক ডাউনলোডার উইন্ডোজে চলে। এটি পাওয়া যাবে www.codeplex.com/googlebookdownloader ঠিকানার ওয়েবসাইটে। এটি বিনামূল্যের একটি সফটওয়্যার।তবে এটি ব্যবহার করতে কম্পিউটারে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ এসপি১ থাকতে হয়। —নাসির খান

অনেকদিন থেকে গুগলের বই শুধু স্ক্রিনেই পড়তে হত, কিছুদিন আগে প্রথম আলোতে দেখলাম গুগলের বইয়ের পিডিফ ফাইল ডাউনলোড করা যায়; এজন্য একটি সফটওয়্যার লাগে (লিংক দেয়া আছে) Click This Link কিন্তু কম্পিউটারে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ এসপি১ থাকতে হবে। ঐ লিংকেই দেখি এইটা ওয়েব হোস্টিং করতে হবে। এই মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ এসপি১ বিষয়ে টেকি ভাই বা অন্যরা আমাকে কিছু সাহায্য করবেন কী? আমার গুগলের কিছু বই খুব জরুরী প্রয়োজন.......... Click This Link

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home