মজার কিছু ডেফিনিশান।

CIGARETTE: কাগজে মোড়ানো একদলা তামাক, যার একমাথায় থাকে আগুন আরেকমাথায় থাকে এক বেকুব।

MARRIAGE: এমন একটা চুক্তি যেখানে লোকটা তার ব্যাচেলর ডিগ্রী হারায় এবং মেয়েটা তার মাস্টার ডিগ্রী অর্জন করে।

LECTURE: কারও মনোযোগ ছাড়াই,লেকচারার নোটবই থেকে ছাত্রের নোটবইয়ে তথ্যের প্রবাহ।

CONFERENCE: একজনের কনফিউশান উপস্হিত সবার মধ্যে ছড়িয়ে দেয়া।

COMPROMISE: এমনভাবে কেক কাটা যাতে সবাই মনে করে সেই সবচেয়ে বড় পিসটা পেয়েছে।

TEARS: হাইড্রলিক ফোর্স যার দ্বারা পুরুষের ইচ্ছাশক্তি মেয়েদের পানির শক্তি দ্বারা পরাভূত হয়।

DICTIONARY: একমাত্র জায়গা যেখানে বিয়ের আগে ডিভোর্স হয় ।

CONFERENCE ROOM: যেখানে সবাই কথা বলে, কেউ শোনে না, পরবর্তীতে সবাই মতানৈক্যে পৌঁছায়।

ECSTASY: এমন একটা অনুভূতি যখন আপনি অনুভব করেন এমন কিছু অনুভূত হতে যাচ্ছে যা আপনি আগে কখনও অনুভব করেননি।

CLASSIC: যা মানুষ সবসময় প্রশংসা করে কিন্তু কখনও পড়ে না।

SMILE: একটা বাঁকা রেখা যা অনেক কিছুই সোজা করতে পারে।

OFFICE: বাসায় ব্যস্তসময় কাটিয়ে যেখানে বিশ্রাম নেয়া যায়।

YAWN: একমাত্র সময় যখন বিবাহিত লোক মুখ খুলতে পারে।


ETC: একটা শব্দ যার দ্বারা বক্তা অন্যদের বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে যা বলেছে আসলে তার চেয়ে বেশী জানে।

COMMITTEE: যারা নিজে কোন কিছু করতে পারে না তারা একসাথে বসে সিদ্ধান্তে আসে সবাই মিলে কিছু করা যায় না।

EXPERIENCE: মানুষ তার ভুলগুলোকে যে নামে ডাকে।

ATOM BOMB: এমন একটা আবিষ্কার যা অন্যসব আবিষ্কারের ধ্বংস ডেকে আনে।

PHILOSOPHER: একজন বোকা যে সারাজীবন নিজেকে কষ্ট দেয় যাতে মরার পরে তাকে নিয়ে কথা হয়।

DIPLOMAT: একজন লোক যে আপনাকে এত আকর্ষণীয়ভাবে জাহান্নামে যেতে বলবে যে আপনি সত্যিসত্যি যাওয়ার জন্য রেডী হয়ে থাকবেন।

OPPORTUNIST: যে হঠাৎ নদীতে পড়লে বলে আমি আসলে গোসল করছিলাম।

PESSIMIST: একজন লোক যে বলে O হল ZERO'র শেষ অক্ষর, কখনও বলে না এটা OPPORTUNITY'র প্রথম অক্ষর।

MISER: যে সারাজীবন কৃপণ থাকে যাতে মরার সময় ধনী হিসেবে মরতে পারে।

DOCTOR: একজন লোক যে পিল দিয়ে আপনার রোগ সারায় এবং বিল দিয়ে আপনাকে মারে।
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home