সঙ্গম
সঙ্গম
কবিতা
এখনও জুড়ায়নি শরীর
তোমার মাঝে পুড়ে পুড়ে
খাঁটি হতে আরো খাঁটি
নিখাদ পরিপূর্ণ আমি
সস্মূর্ণ মানবে
উর্বর ফসলী জমি
প্রাণ দিয়ে করেছি কর্ষণ
প্রাণের মাঝে প্রাণের বর্ষণ
চোখের বিশুদ্ধ ভাষা
যোনীর পাতায় অঙ্কণ
সেই বিশুদ্ধী অভিযান
প্রকৃতি গায় জীবনের গান
তৃপ্তি সাধে বোধে
একাকার প্রাণের ভেতরে প্রাণ
সৃষ্টির উদ্যান
তৃষ্ণায় ফেটে যায় বুক
জল নয় শুষে নেয় ঠোঁট
রুয়ে দেয় জীবনের বীজ
পরিত্রাণের পরম পাঠ
সঙ্গম- জীবনের হাট
Labels: সঙ্গম কবিতা
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home